সখি,
তুমি তো বেঁচে আছো আজও বেশ সুখেই,
স্বহস্তে গড়া ভালবাসার শিরচ্ছেদ করে,
আমাকে পাঠিয়ে বিরহী কবরে।
যেথায় দুর্বিষহ যাতনার ঘন তিমিরে আচ্ছন্নতা,
পুনঃপুনঃ কষ্টের ক্ষরণে পিচ্ছল আর স্যাঁতস্যাঁতে মৃত্যু উপত্যকা,
যেথায় নগ্ন পায়ে চলতে গেলেই দুমড়ে যাই।
এখানে সহস্র যুগের মৃত হৃদয়ের ভাগাড়,
অসহ্য দুর্গন্ধ,
বিদ্রোহী বিষণ্ন কীটের অনবরত কামঁড়ে ক্ষত বিক্ষত হই বারবার।
ভালবাসার মৃদু সুখটুকু,
স্মৃতির বিরহী বিষাক্ত সর্প হয়ে,
ছোঁবল দিয়ে যায় প্রতিনিয়তই মুমূর্ষু হৃদয়ে।
ভেবেছিলাম,
তোমায় নিয়ে সুখের সাগরে ভাসবো,
ভেসেছি সত্যিই,
কিন্ত নরক রাজ্যে।
তুমিও ভাসছো না হয় সুখের সাম্পানে,
ভাসতেই থাকো অনন্ত,
পায়ে দলে দুখ দরিয়া
আমি নরকের দ্বার হতে বলবো,তুমি সুখী হও লামিয়া।


-সংশোধিত