ফুল ডাকে পাখি ডাকে খুকিসোনা উঠোরে,
টুপর মাথায় বর এলো,
টুসি সোনার বিয়ে যে।
হলুদ বাটো মেন্দি বাটো, সাজাও বাটায় পান রে,
এক গ্লাস দুধ আনো, মিষ্টি একটু পায়েস আনো,
বরবাবু খাবে যে।


উঠো উঠো খুকুমণি, উঠো না গো এক্ষুনি,
সূর্যিমামা হাসছে দেখো,
দেখে বরের মুখখানি।
টুসি সোনার গোসল দাও,
হলুদ লাগাও,
বাদ্য বাজাও।


কাক এলো ঢোল নিয়ে তাকডুম তাকডুম,
ময়না টিয়ের বিয়ের গানে,
চোখে নেই ঘুম।
বউ কথা কও নিয়ে এলো, বউয়ের নতুন শাড়ি,
দেখতে দেখতে সবাই এলো,
ভরলো বিয়ে বাড়ি।
সবাই এলো, সবাই খেলো, খুকুমণি কই ?
বরের বাবা খুকুর তরে,
এনেছে গোয়াল দই।
ঘুম ভেঙেই খুকুমণির ভরে গেল মন,
টুসি সোনার বিয়ের তরে,
এত্তো আয়োজন !
ছোট্ট পুতুল টুসি সোনা, আলতা শাড়ি পড়ে,
খুকুর হতে বিদায় নিয়ে,
গেল পরের ঘরে।


-সংশোধিত