কোন একদিন,
অবারিত সবুজের মাঠে স্তব্ধ হবে তড়িত বিচরন।
স্মৃতির আলখল্লা পড়ে ক্লান্ত তনু এলিয়ে নেব
চির প্রশান্তির নিস্তব্ধতা,
সাঙ্গ হবে  অসমাপ্ত লেনদেন।


লোকান্তরের অমৃত পিয়ে রেখে যাব ভাবনার চিরকুট
কালের অভদ্রস্রোত এনে দিবে নব বারতা
ধুয়ে মুছে আমার জীর্ণতা।


ভুলে যেও আমায়,
ভুলে যেও আমার স্মৃতিচিহ্ন।
যদি কভু মনেপড়ে,
আমাকে খুঁজে পাবে এ মাটির খুব কাছাকাছি,
সবুজ ঘাসের কোমল আস্তরণে।


(সংশোধিত )