ভর দুপুরে দীঘির জলে
পানকৌড়ি ঢেউ তোলে
ঘুঘুর ডাকে ঘুম আসেনা
দস্যি ছেলের মন দোলে।


প্রজাপতি হাওয়ায় মেলে ডানা
এ ফুল থেকে ও ফুলে দেয় হানা
একটি দোয়েল সুরে সুরে
যায় যে কথা বলে।  


শ্যামলা মেয়ের মন বসেনা কাজে  
কোন শিহরণ জাগে বুকের মাঝে
দুষ্টু রাখাল যখনই তার
বাঁশিতে সুর তোলে।


কাকতাড়ুয়ার মন খুশিতে নাচে
চায় সে যেতে ফুল পাখিদের কাছে
মাঠের পথে চলতে পথিক
চলার কথা ভোলে।


( ** পুরনো ডায়েরী থেকে নেয়া একটি পদ্য; সবার গঠনমূলক সমালোচনা আমাকে অনুপ্রাণিত করবে)