আরো পরীক্ষা যদি নিতে চাও,  নাও-
ভাবো-যদি আরো কিছুটা ভাবতে চাও    
তারপর এই আমাকে বুঝতে চেষ্টা করো
দোহাই তোমার বন্ধু, এবার হাতটি ধরো।


কথা আর সুরে যে গান তোমার মনকে দোলায়  
স্বপ্ন ডিঙ্গায় ভেসে নির্ঘুম  রাত কেটে যায়  
অনাবিল সুখে কাঁপো তুমি থরো থরো
দোহাই সে গান আর স্বপ্নের এবার হাতটি ধরো।

ফসলের ভারে নুয়ে মাঠখানি কাব্য সাজায়
ঝুঁকে পড়া মেঘ নদীর কপোল ছুঁয়ে দিতে চায়
ছোট্ট যে নদী বর্ষায় ভরো ভরো
দোহাই সে মেঘ নদী ফসলের এবার হাতটি ধরো।