কৈশোর পেরিয়ে আসা সেই দিনে সলজ্জ সাধ হল তার  
এক কিশোরীর করপল্লবে ভালোবেসে হাতটি রাখার।

দুরন্ত এক রাজকুমারের আশায় তখন  
হয়তো ছিল নিমগ্ন সেই কিশোরীর মন    
হাতছানি তার এড়িয়ে গেল যে        
স্বপ্নবিলাসী সে কিশোরী বারবার।  


আজ সে কিশোর দৃপ্ত পুরুষ সময় বিলীন বহতা কালের তরঙ্গে  
কিশোরী এখন ব্যস্ত গৃহিণী আটপৌরে সংসার চিহ্ন ফেলেছে অঙ্গে।  


অলস দুপুর অথবা রাতের নিস্তব্ধতায়    
গৃহিণীর মন কৈশোরে তার ফিরে যেতে চায়  
আজ যুবকের কাঁপেনা হৃদয়
প্রথম প্রেমের সেই অনুরাগে আর।