(একটি শিশুতোষ ছড়া)


তিন কুড়ি বয়সের ভুঁড়িওলা এক লোক
বারবেল দেখে তার চাপলো ভীষণ রোখ  
‘এখনো বয়স আছে কতকিছু করা যায়  
এক-মনী বারবেল! হাতে তুলে ধরা যায় ’  
এই ভেবে কাটে রাত হাত করে নিশপিশ  
ভাবলেন, ‘এক্ষুনি করে দেখি প্র্যাকটিস’  
তারপর বেশ করে গোঁফটাতে তা দিয়ে
খানিকটা হাঁটলেন চার হাত পা দিয়ে
তারপর যেই কিনা নামলেন কার্যে
মট মট করে উঠে কোমরের হাড় যে  
হাল ছেড়ে দিয়ে তিনি সত্যটা জানলেন  
‘বয়সটা ফ্যাকক্টর’ অবশেষে মানলেন।