( ১৩ বৎসর পরে নিজ মেডিকেল কলেজ ঘুরে এসে)


বহুদিন পরে এসে হারালাম খেই
কলেজের কান ঘেঁষে চলে গেছে সেতু
খুব চেনা জনপদ তেমনটি নেই
অবাক হলাম, আগে  দেখিনি যেহেতু ।


অতীতের অলি-গলি  খুঁজে ফিরে চোখ
অ-দেখায় সবকিছু হয়ে গেছে পর
সভ্যতা রেখেছে যে আগ্রাসী নোখ
শত খুঁজে পেলাম না লাশকাটা  ঘর ।

চায়ের কাপেতে আর উঠেনা তুফান
ক্যান্টিন উঠে গেছে বহুদিন আগে।
বিলুপ্ত কলেজের সবুজ বাগান  
ভাবতেই  কি ভীষণ কষ্ট যে লাগে!


‘হাশেম হোটেল’ এর দেহ আজ ক্ষীণ  
হিমশিম সামলাতে বিপণীর চাপ
ফারুকেরও জৌলুস হয়েছে বিলীন  
স্বপ্নের ঢেউ তোলা নেই উত্তাপ।


আরো আছে  নানাবিধ পরিবর্তন
নিজ চোখে দেখে যেও পেলে অবসর
নষ্টালজিক হবে ভারী হবে মন  
খুঁজো নিও যৌবন, প্রানের শেকড়।  
-----------------------------------
** ফারুক - একটি হোটেলের নাম