( উনিশে এপ্রিল; মেডিকেল কলেজে
ছাত্রজীবন শুরুর প্রথম দিন)
  
এইতো সেদিন বিরাশি সালের
উনিশেই এপ্রিল    
মিটফোর্ড দেখে প্রাণ-চঞ্চল
এক নবীন-মিছিল            
সম্ভাবনার দ্যুতি ছিল সব
নবীনের চোখে মুখে      
আকাশ ছোঁয়ার স্বপ্নটা তারা
পুষে রেখেছিল বুকে।

হাসি-আনন্দ, কলহ-বিবাদ,
অনুরাগ-অভিমানে  
ছয়টি বছর কখন এভাবে
কেটেছে কেইবা জানে!    
তারপর কত দ্রুত যে ছুটেছে
সময়ের রেলগাড়ি
কত লোকালয় দুর্গম পথ
অলখে দিয়েছে পাড়ি-

কেউ খ্যাতি যশ সুনাম কিনেছে
কেউ অতি সাধারন    
বয়সের ছাপ শরীরে কিন্তু
সবুজ তাদের মন    
কারো কারো দেহ দখলে নিয়েছে
চেনা অচেনা অসুখ
মনকে স্পর্শ করতে পারেনি,
সেখানে অমিত সুখ    
না ফেরার দেশে পাড়ি জমিয়েছে
সেই কবে মহসিন  
মন-ক্যামেরায় আজো ছবি তার
ভাস্বর, অমলিন।

এ বছর আবার এসে গেছে সেই
উনিশে এপ্রিল
দ্বিধা ঝেড়ে ফেল, খোলো বন্ধুরা
বন্ধ মনের খিল  
নির্দোষ কিছু আনন্দ আর
জম্পেশ আড্ডায়
নাগরিক মন তোমাদের সাথে
সময় কাটাতে চায়।