শুভ্র মেঘের মুক্তো জলে ধোয়া  
আমরা সে এক সবুজ গাঁয়ে থাকি
সঙ্গী যেথায় স্নিগ্ধ নীরবতা  
আর পাখিদের নিত্য ডাকাডাকি।
কুলু কুলু ছন্দে বয়ে চলা  
মধুমতি ছোট্ট আমার নদী
ইচ্ছেগুলো দোল দিয়ে যায় মনে
নদীর মত যাই হারিয়ে যদি!  


নারিকেলের সবুজ চিরল পাতা
দখিন হাওয়ায় আপন মনে দোলে  
ফুল-ফসলের কোমল ইশারাতে  
পথের বাঁকে পথিক চলা ভোলে  
এইখানে পানকৌড়ি দীঘির জলে
নিত্য করে ডুব সাতারের খেলা  
ঘোমটার বউ মুগ্ধ চেয়ে থাকে        
ফিরতে ঘরে যায় গড়িয়ে বেলা ।  


দুঃখ-সুখের বিনি সুতোয় গাঁথা
গাঁওটি যেন ছোট্ট পাখির বাসা
খুব সাধারন গাঁয়ের মানুষগুলো
বুকে তাদের অসীম ভালোবাসা।  
নিবিড় স্নেহে লালন করা আহা
এই গাঁ আমার সুয়োরানী মা  
জগত খুঁজে কোথায় পাবে তুমি
আমার গাঁয়ের মতন এমন গাঁ।