এ বাঁধন যাবে না ছিঁড়ে
    এম এ সালাম
     ০৩-১২-১৯


ভর্তাভার্যার বন্ধন অটুট থাকুক-
    যুগ-যুগান্তর ধরে,
এ বাঁধন  যেন ছিন্ন না হয়
    আকর্ষিক কোণ ঝড়ে।


লাল শাড়িতে গিন্নি সেজে-
    এসেছিলাম তোমার ঘরে,
শপথ করেছি দহলিজ ঘরে
    পর করিবেনা মোরে।


সেই থেকে কেটে গিয়েছে-
   জীবনের ত্রিশটি বছর,
সদা সর্বদা এ ভালবাসার মাঝে
    লাগেনা যেন কোণ আছর।


কান্তর হাতটি ধরে থাকিতে চাই-
    জীবনের অবশিষ্ট দিনগুলি,
কাহারো মদদে যায় নি যেন
     একে অপরকে ভুলি।


অন্তঃঘাতক সতত ব্যস্ত আছে-
    এ বন্ধন ছিন্ন করিবারে,
ভালবেসে যদি থাকিগো তোমায়
    কেহ পর করিতে পারিবেনারে।


জগতপতির কাছে এই মিনতি-
    এ বন্ধন চির অটুট থাকুক,
অবিছিন্ন এ ভালবাসার বন্ধন
    নতুন প্রজন্ম চেয়ে দেখুক।