এ কেমন দুর্ঘটনা (১৮৫৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৮-২০২২
...................................
দ্রুত গতিতে গাড়ি চালান
দুর্ঘটনার মূল কারণ,
আইন আছে বালাম বইতে
কেউ শুনে না বারণ।


কেউ নেশা করে ড্রাইভ করে
জোরে চালায় গাড়ি,
তারাই ঘটায় যত্রতত্র দুর্ঘটনা
জীবন নিচ্ছে কাড়ি।


কেউ গাড়ি নিয়ে পাল্লা দেয়
চালায় বেহুশ মাতে,
নিজের মরণ নিজেই ডাকে
রাইট নিজের হাতে।


বাসে রড় সিটে ঝুলছে মানুষ
বাদুরের মত করে,
গাদাগাদি কর ছুটছে মানুষ
আলু চিনির বস্তা ভরে।


বাইক চেপে প্রেমের আলাপ
গতি থাকে একশো এক,
এক নিমেষে বাইক উল্টে যায়
পথচারী চেয়ে চেয়ে দেখ।