অদ্ভুদ মানুষের মন
  এম,এ,সালাম
   ০১-০৭-২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°  
মানুষের মন বহু রকমারি জানি
কেন এক বিধাতা এমন সৃষ্টি করিল?
মাঝে মাঝে খুব মানুষ নিয়ে ভাবি
কেন মানুষের মন ভিন্নতা ধরিল?


মানুষের মন আর আকাশের রং
কখন যে সাত রঙের মত হয়,
মন আর রঙ দুটির অস্তিত্ব  কই
তল্লাসি করে যদি ব্যার্থ হই।


আকাশ জুড়ে মেঘে অঝোরে বৃষ্টি
একদিকে বৃষ্টি  অন্যদিকে রৌদ্দুর,
সাতটি রঙ্গের রামধনু,অপরূপ সৃষ্টি!
মানুষের মনও ঠিক ছুটছে বহুদূর।


হাসি,ক্ষণেই কান্না,কখনো বিষাদময়
কখনো বা হাজারো খুনসুটি,
জ্বলেপুড়ে মন ভষ্মিভুত কালো অঙ্গার
মন খারাপের শেষে, হেসে কুটিকুটি।


এভাবেই চলছে মানুষের জীবন,
ঘাত-প্রতিঘাত শয়ে শয়ে মানুষ,
বড় অদ্ভুত এক বস্তু!মানুষের মন
পরিবর্তন করে হারায় তার হুশ।