আফিস নিয়ে লড়াই
   এম এ সালাম
    ২০-০১-২০


স্ত্রী'বলে আফিস আফিস-
    বুঝলাম না আফিস কি?
আফিস মানে নয়'টায় সময়
    প্যান্ট-শার্ট,টাই পরা নি।


সাহেব সেজে আফিসে যায়-
    আসে পাঁচটার সময়,
মাসের শেষে পকেট ভরে
    হাজার টাকা কামায়।


মাঝে-মধ্যে বাড়িতে থাকে-
   মোবাইলে নেয় ছুটি,
স্যার-স্যার বলে সম্মোধন করে
     দিবেন দুইদিন ছুটি।


সাহেব যখন বাড়িতে থাকে-
    কত করে যে রাগারাগি,
বলছি বেশী চটলে সাহেব
   চলে যাব বাপের বাড়ি।


বৃহষ্পতিবার হাফ অফিস-
    অর্ধেক নাকি মাফ,
দুটোর মধ্য ভাত দিতে হবে
    স্বামীর কথা সাপ-সাফ।


ছুটির দিনে মার্কেটে যায়-
    সঙ্গে আমায় নিয়ে,
সুন্দরী মেয়ে চোখে পড়লে
    করতে চায়'রে বিয়ে।


কেনা কাটা করার সময়-
   বারে বারে বলে,
যা প্রয়োজন এখন বলিবা
   পড়ে পাইবে নারে।


মাঝে মাঝে টাকা না থাকলে-
   সাহেব আক্রোশের সুরে বলে,
যে কোন ভাবে টাকা আনিবা
   বাপের বাড়ি গেলে।


এ সব নিয়ে প্রায় সময়-
   কথার কাটা-কাটি হয়,
মাঝে মাঝে ভাব দেখায় সে
    বাইন তালাকের ভয়।


বিদ্রঃ- স্ত্রী অশিক্ষিত আর স্বামী শিক্ষিত এই পরিস্তিতে উভয়ের মধ্য লড়াই।