অবেলায় এসে সব কিছু মোর হারিয়ে যাবে-
শুধু বেদনা ভরা মন খানি পড়ে রবে।
মন কাননে সাজাইছিলাম মনের মত করে-
ভাবীয়া দেখিনি কভু এঘর নিয়ে যাবে ঝড়ে।
অগত্যা শুধু শুধু কেন অপবাদ দিয়ে যাও-
নরবরে ভালবাসার মুল্য বিলিয়ে দিয়ে যাও।
আশা ছিল ঘরখানা মুই তৈরী করে যাব-
চিন্তা করে দেখেছি  মনা,কদিন পর কি খাব।
সেই স্মৃতি আজও ভুলি নাই শুভ সন্ধিক্ষনে-
মিলন মালা গেঁথে দিয়ে কেন এখন চলে যাবে।
দোষ যদি থাকে বলে যাবে গোপন কর না-
একান্তের কথা যার তার কাছে শুধুই বল না।
বিরহের মালা পরেছি গলে ছিড়েই  যদি যাবে-
ছিন্ন এ হৃদয় ভিন্ন এভাবে ভরিয়ে  দিয়ে যাবে।
হাওয়ায় ভেসে এসেছ বুঝি,নিথর দেহ খানি-
নিথর হয়ে চলে যাবে এইটুকু আমি জানি।