আহা! গরমে মরে যাব
    এম এ সালাম
     ২০-০৬-১৯


আকাশ মেঘলা,বাতাস গরম-
    আবহাওয়া চরমে,
মনটা আজি ভাল যে নেই যে
    অতিষ্ঠ মহা গরমে।


দিন হলে সূর্যের আলোয়-
    রাতে তাপের বিকিরণে,
ভুপৃষ্ঠ সতত উত্তপ্ত হয়ে
     রাতে অতিষ্ঠ অধিক গরমে।


আষাঢ় মাসের মাঠের পানি-
     তাপে বাষ্পয়িত হয়ে,
তাপের চোটে উড়িয়ে নিচ্ছে
     যাচ্ছে মাঠঘাট শুকিয়ে।


সুস্বাস্থ্য আজ গরমের জ্বালায়-
     যাচ্ছে তিলে তিলে ক্ষয়ে,
মনটা চায় এখন সব সময়
     থাকি ঠান্ডা পানিতে বয়ে।


ঠান্ডা পানির কদর বাড়ছে-
     বাড়ছে  গোসলের কদর,
আইসক্রিম আর আইস্প্যাকের
    বাড়ছে ফ্রিজের কদর।


আজ কৃষকেরা কাঁদতে আছে-
    কোলায় নেইরে পানি,
ভাদ্র মাসে ধান না পাইলে
     কপালে কি হয় যেন জানি।


লোড শেডিং বেড়ে গেছে-
      বাড়ছে হাত পাখার কদর,
গরমের জ্বালায় ছটফট করে
     বিছানায় ছোট্ট বাবু বদর।