আজও মনে পড়ে তোমায় (আবৃত্তি)
   এম,এ,সালাম
     ১৭-০২-২১
------------------------------
ওগো আমি আজও ভুলতে পারিনি
সেই স্মৃতিময় দিনের কথা ধরে রেখেছি
আবেগের বন্ধনে স্মৃতির অশ্রুভরা জলে,
যেদিন বসেছিলাম নীল অম্বরের নিচে
আঁচল মেলে শিশির ভেজা দূর্বা ঘাসের উপর।
স্পর্শে উষ্ণতায় কাঁপছিলে তুমি থরে থরে
ছলছলো চোখের জলে তাকিয়েছিলে
বার বার আবেগপূর্ণ  ভালবাসার আলত ছাপে, বলছিলে তোমায় ছাড়া বাঁচবোনা এ ধরায়।
তুমি বিনে পৃথিবী আমার ঘুটঘুটে অন্ধকার  কোকিলের কূজন নিস্তব্ধ হয়ে গিয়েছিল আর উতলা ঢেউ থেমেছিল,কোকিলের মিষ্টি  সুরে
হারিয়েছিলাম প্রেমের স্রোতস্বীনি জলের কনায়।
তোমার কি মনে পড়ে সেই প্রথম প্রেমের প্রস্তাবনা।
মনের গভীরে লুকিয়ে থাকা বিন্দুবিন্দু প্রেমের অনন্ত সুরঙ্গের ভিতরের রক্তপ্রবাহের দীর্ঘশ্বাস
সেদিন তোমার অক্ষিতে চোখ রেখে বীরের দর্পে চিৎকার করে বলেছিলাম,হে জনি আমি জীবন দিতে পারি শুধু তোমাকে পাওয়ার জন্য,
যদি হও সাথী যদি মন থেকে  বাসো ভালো ।
তোমার রুপে মধুর ভাষ্যে আমি হয়েছি প্রেম পাগল,
অভিমান করোনা বন্ধু শুধু একবার বলো আমি তোমার
তুমিও সেই সুরে সুর তুলে বলেছিলে নাগো না আমরাতো পাগল হতে চাইনা,আমরা এসেছি এই সুন্দর ধরায় এসেছি শুধু ভালবাসতে, ভালবাসার সংজ্ঞা শেখাতে, আমরা দুইজন দুইজনার হয়ে যেতে।
ওইদিন  শূন্য অনিল ও পবিত্র চাঁদকে সাক্ষী রেখে চুড়ান্ত কথা দিয়েছিলে, হয়তো তুমি সে কথা ভুলে গেছো,কিন্তু আমি ভুলতে পারিনি
রেখেছি আজও  হৃদয় মাঝারে অক্ষত  করে ।
বুঝেছি সেটা ছিল তোমার মুখভিনয় আর সেই অভিনয়ের অবুঝ নায়ক ছিলাম আমি।
তুমি আর কখনো আসলে না, সম্পর্কের ইতি টেনে কোথায় যেন হারিয়ে গেলে ।
আজও নীরবে নিভৃতিতে কাঁদি অঝর অক্ষিতে,
তবুও তুমি  ভাল থেকো আমার চেয়ে, অনেক ভাল।