অম্বর দেখে অবাক হয়ে-
    চেয়ে আছি অপলকে,
মিলে মিশে আছে শূন্যের সীমানা
    ঐ গাঁয়েরই পাশে।


ছুটে যাই অজপাড়া গাঁয়ে চেয়ে দেখি তাকে-
  মিশে নেই ওই আকাশটা গাঁয়েরই পাশে,
আবারো ছুটি সামনের গাঁয়ে
    বারে বারে খুজি হন্যে হয়ে।


জিজ্ঞাসা করি ও ভাই আমার-
    আকাশ কোথায় গেছে?
পাগল নাকি আকাশ খোজো তুমি
    আকাশের শেষ কি এখানে।


মলিন বদনে ফিরে আসি আমি-
     প্রশ্ন করি নিজেকে নিজে,
আজীবন খুজিয়া পাবে না অঁচল
    শুধু ই পণ্ডশ্রম করে।