আক্কেল আলীর আক্কেল (ব্যঙ্গ)
     এম এ সালাম
      ১৪-১০-১৯


আক্কেল আলী গাঁয়ের মাদবর-
     নিজে বলে বেড়ায়,
তার বাড়িতে মেহমান আসলে
     বধু তাদের তাড়ায়।


কিভাবে?
আক্কেল ঘুম থেকে দেড়িতে উঠে -
     বউ উঠে তার পড়ে,
তখন মেহমানের বপুর ভিতর
      চেউ চেউ শুরু করে।


বধু ঘুম থেকে উঠে  রুটি বানায়-
      সাথে আলুর দোম,
একটি রুটি মেহমানকে দিয়ে
      বলে হইছে নাকি কম।


মেহমান বলে ওগো মামিজান-
    সকালের নাস্তা হল যেমন ,
দুপুর বেলায় এমন আয়োজন
    মামু আশা করিনা এমন।


আক্কেল আলী বলে, ভাগ্নের জন্য-
    দূপুরে রানবি গরুর ভূড়ি,
সকাল বেলার নাস্তার অভাবটা
    যায় যেন তার পুড়ি।


আক্কেল মধুর মধুর কথা বলে-
     চালাকিতে বড় পাকা,
উদর মনের ভাব দেখায় সে
     ভিতরটা তার ফাকা।