কি কথা শুনাইলা ভাইগ্না?
    কষ্ট পেলাম বুকে,
পাঁচটি বছর থাকিতে পারিবে
   এলাকার মানুষ সুখে।


টাকা দিয়াও চাকরি পায় না-
    আপন কাছের ভাই,
টাকা দিয়া চাকরি পায় শুধু
    বাবার বৈমাত্রী ভাই।


কি কথা শুনাইলা ভাতিজা?
    দুঃখে-কষ্টে মরে যাব,
স্বাধীন ভাবে মনের কথা
  একান্তে কার কাছে বলিব।


স্বাধীন ভাবে মত প্রকাশে-
    থাকবে না অধিকার,
কেমন এলাকায় বাস করি?
    যেখানে নেই স্বাধীকার।


যেখানে জনগনের মূল্যায়ন নেই-
     আছে টাকার সমাদর,
হায়! মাথায় পোছা দিয়ে নেতায়
     করে স্বার্থের লোভে আদর।


সবার কিন্তু মুখ ফোটে না-
   দুঃখে ছাতি ফেটে যায়,
এখন চুপি চুপি কষ্টের কথা
   মনের কোণে লুকায়।


সাজা পাবো পাঁচ  বছরের -
     স্বশ্রম কারাদন্ড,
ভাতের বদলে খাব এবার
     সন্দেশ মিঠাই মন্ড।


জিম্মি হলাম নেতার কাছে-
    রাস্তাঘাট হবে বন্ধ,
বাঘে মহিষে লড়াই করে,
     উন্নায়ন হবে বন্ধ।