আমার একটা বন্ধু আছে-
    সে কথা বলতে পারে না,
কেহ তাকে বাসলে ভাল
     তাকে জড়িয়ে ধরে না।


বাস তার রুমের মধ্যে-
    ওয়ালে থাকে ঝুলে,
মাঝে মাঝে আপন করে
   হস্তের মধ্যে নেই তুলে।


আমি যখন কাঁদিতে থাকি-
    আমার বন্ধু হাসে না,
আমি যখন হাসিতে থাকি
    আমার বন্ধু কাঁদে না।


ক্রিম লোশন বদনে মাখি-
   বন্ধুকে সামনে নিয়ে,
বন্ধু বিনে আমার সাজন
  যায় সবকিছু  হারিয়ে।


বন্ধুকে যখন দেখি আমি-
    আমায় সে দেখে না,
আমার হাসিতে বন্ধু কখনও
    একটুও সে কাঁদে না।


প্রকৃত বন্ধুর ছোঁয়ার লাগিয়া-
     আমার বন্ধুরে দেখি,
বন্ধুকে আমি সামনে নিয়ে
     কতই করি মাখামাখি।