একলা আমি বসে আছি-
     নদী ভাঙা তীর,
স্মৃতির পাতায় তোর কথা
    করছে কতো ভীর।


ভাবছি কোথাও সুদিনে-
     আমার ছিলো ঘর,
কেমন করে আপন হব
    যেথায় আমি পর।


জীবন বুঝি সদাসর্বদা-
   এমন করে কাটে,
আমার আমি রইব পড়ে
    বাকী সবাই ঘাটে।


নতুন নায়ে নতুন সাজে-
    ওড়ে রঙিন পাল,
কখন থেকে বসে আছি
    হয়ে পথিক মহাকাল।