আমার আহবান (১৮১৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৬-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°
সূর্য বলে দূর গগনে দিনের বেলা
আলোর মেলার হাসি,
ওহে দেখো জীব, তোমাদের আমি    
কতো যে ভালোবাসি।


মেঘমালা বলে,ওই আকাশ জুড়ে
তুলোর মতো ভাসি,
আমি সৃষ্টির নেশায় বৃষ্টি হয়ে যাই
ভূপৃষ্টে নেমে আসি।


প্রমান আছে এই সৃষ্টির মাঝে
অমূল্য রবি শশী,        
রাতে গোপনে দিনের বেলায়
প্রকাশ হয়ে বসি।


তারই মাঝে খানিক কালোমেঘ
খানিক কখনো বৃষ্টি,
করুণাময় বিধাতার এই ধরাতে
কি যে অপরূপের সৃষ্টি।


সৃষ্টির মাঝে কেহ হয় ক্ষুদ্রতর
কেহ হয় যে বৃহৎ,
কেহ হয় সৎ আবার কেহ অসৎ
কী বৈচিত্র্যময় জগৎ।


কাজের বিনিময়ে মেলে পুরস্কার
আবার কাজেই তিরস্কার,
এই তো বিধাতার অমোঘ নিয়ম
বহু রূপের এই সংসার।


আলাদা সত্তা হতে পারে  সবার
তবু  প্রতিবেশী মিলে,
থাকবো সবাই মিলেমিশে ধরায়
দিন কাটবে হেসেখেলে।


আসুন বন্ধু সকলে মিলেমিশে
মৈত্রীর বন্ধন করতে,
সম্প্রীতির বোট ছুটে চলুক যথা
দূরের ঠিকানা  ধরতে।


অহিংসার লড়াই ছেড়ে দিয়ে সবে
সৃষ্টির কাজে নেমে পড়ি,
হাতে হাত ধরে হিংসা নিন্দা ছেঁড়ে
সুশীল  এক সমাজ গড়ি।