আমার গ্রামখানি
এম,এ,সালাম
   ১৭-০৪-২১


মনসাতলী গাঁ খানি মোর
সবুজ ছবির মত,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে  
গাছ গাছালী যত।


বনবাদাড়ে মৌ মৌ করে
কত শত রকম ফুলে,
কুমারী মেয়ে মালা গাঁথে
নানান ফুল তুলে।


এই গাঁয়ের'ই মাঠে ঘাটে
সোনার ফসল দুলে,
কৃষাণ কৃষাণী খুশী মনে
আঙিনায় ফসল তুলে।


ফাগুন মাসে মাঠে মাঠে
মুগ তরমুজে ভরা,
চৈত্র এলেই ফসল দেখে
কৃষকের মন হরা।


সবুজ গাঁয়ে বসত আমার
বাবার ভিটা বাড়ি,
মা হারা মুই অনাথ ছেলে
সকল আদর কাড়ি।


সুখে দুঃখে চলছে সংসার
এলাকার সবাই চাষি
ছবির মতো গাঁ খানি মোর
বড্ড ভালো বাসি ।