আমার কবিতার ইতিহাস
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১০-০৪-২০২২
🖌🖊🖋🖌🖊🖋🖌🖊🖌🖊🖋🖌🖊🖋
প্রথম দেখায় রণ করেছি,পণ করেছি ,সহেছি অপমান
ভালোবাসার বন্ধন দৃঢ় বলে হারিয়েছি মান- সম্মান।
আমার ইচ্ছে ভালো সুখে থেকো করি আমি প্রতিক্ষণ
আর কখনো,যাতনা দিবো না,একাকী  করেছি পণ।
কষ্ট দিয়েছি জ্বালাতণ করেছি সত্যিই আমি অনুতাপী
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো লজ্জিত আমি অভিশাপি।
তোমার নীড়ে আগুন জ্বালাব না,ভাঙ্গবো না যে মন
ভালবাসতে প্রভাব খাটে না,যত কর আমি যুদ্ধের পণ।
তোমারই খোঁজে অজানা পথে ছুটেছি মাতাল বেশে
শুধু ভুল নয়,আকাশ সম ভুল, বুঝেছি তা অবশেষে।
আমার ভালোবাসায় খাদ ছিল না,ছিল না কোন স্বার্থ
ভুল বুঝে হয়তো দূরে অবস্থান ভালোবাসা ছিল নিঃস্বার্থ।
তোমা হতে দূরে,নিজেকে আড়ালে বিনা শব্দে চলি একা
মঙ্গল গ্রহে  অবস্থান করিলে মনে তোমারই ছবি আঁকা।
তোমারই সাথে জুলুম করেছি অজানা কিছু ভুল বুঝে
আবেগী মন কেন যেন তবু তোমার ভালোবাসা খোঁজে।
তুমি সুখে থেকো,ভালো থেকো,এটা মন থেকে চাই রোজ
খুঁজি আজও তোমায়,কবিতার পাতায়,কবিতায় করি খোঁজ।
পাব কিনা তোমায় এমন ইচ্ছেটা,নেই যে মনের মাঝে!
তোমার ভালোবাসায় কবিতা লিখি,কাব্যিক মন সাজে।