আমার কলিজার টুকরা (১৮৫৯)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৬-০৮-২০২২
===============
ছেলেটা আমার সভ্য শান্ত
দেখতে শুনতে বেশ,
সবার এমন ভাল ছেলে হয়না
প্রজ্ঞার নেই রে শেষ।


ছেলেটা লেখাপড়ায় বরাবরই
অনেকের মধ্যে ভালো,
স্বভাবে চরিত্রেও খুবই ভালো
সবার মন করেছে আলো।


সে যে কথাবার্তায় নমনীয়
দেখতে হাসিখুশি ভাব,
সে মুরব্বিদের সম্মান করে
দেখায় না ভাব সাব।


জ্বালাতন করেনা বায়না ধরে
টিভিতে খেলা দেখে,
মা-বারার সেবায় লেগে থাকে
হাজারো কর্ম রেখে।


আমার ছেলে আমার অহংকার
আমি জন্ম দিয়ে ধন্য,
সমাজে আমি বড় কথা বলি
ওর আচরণের জন্য।