আমার সবুজ গ্রাম(১৯৩৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১০-২২
*********************
ঝাঁকে ঝাঁকে বাদুর উড়ে
ঝুলে গাছের ডালে,
কিচিরমিচির  ডাকে পাখি
আপন নীড়ে তালে।


লাঙ্গল কাঁধে  কৃষক ছোটে
সবুজ মাঠের পানে,
সোনার ধানে ফসলের মাঠ
সুখ যে জাগে প্রাণে।


সুনীল আকাশ মুক্ত পাখি
দেখে শান্তি লাগে,
সবুজ প্রাচির  রাশি রাশি
দেখি নাই যে আগে।


আমার গাঁয়ের ছোট্ট খালে
নৌকা ধীরে চলা,
জোয়ার ভাটায় মাছ ধরা
খেতে মজা মলা।


সোনার বাংলা সোনার  গাঁয়ে
মোরা থাকি মিলেমিশে,
আকাশটা ওই মিশছে গিয়ে
বাঁকা গাঁয়ের পিছে।


গ্রামে সকল মানুষ একবাঁধনে
আনন্দে কাটে জীবন,
যার কারনে বিধাতার নজরে
বহে শীতল পবন।