আমার সোনার বাংলা(১৯৫৮)
এম,এ,সালাম ( সুর ও  ছন্দের  কবি)
১৩-১১-২০২২
==========================
সবুজ শ্যামল দেশ আহা অপরূপ বেশ!
সবুজের রঙ লাগিয়ে ঘেরা,
নদী-নালা-খাল, মাঠ ভরা বহুব্রীহি পান
রূপে আমার বাংলা সেরা।


গাছের তলে রাখালের বাঁশি,মুখ ভরা হাসি
অংশুমালী দিনে দেয় আলো,
চাষী দিনের বেলায় মাঠে কাটে পাকা ধান
খোলা মাঠে লাগে কত ভালো?


আঙিনায় শিশু করে খেলা বয়ে যায় বেলা
বারংবার ডাকে প্রিয় মায়ে,
লাঠি নিয়ে এলে দৌড়ায় খেলাধুলা ফেলে
দ্রুত দৌড়ে পালায় কচি পায়ে।


কোলায় পানি ভরা বিলে মাছ ধরে চিলে
হাস মোরগ গুলো দৌড় দেয়,
খালে নৌকা নিয়ে মাঝি বয়ে চলে আজি
মোরগ ছানার নেই যে ভয়।


এই সোনার বাংলার মাটি এক্কেবারে খাঁটি
গাছের শাখে পশুপাখি ফুলফল,
বাংলার ভাষা সবার মিটে মনের আশা
এখানে নেই ভাষার বিভেদ ছল।