আমার সোনার গা
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৯-০৪-২০২২
🚩🚩🚩🏴‍☠🏴‍☠🏴
সবুজ শ্যামল গ্রামটি আমার
ভোরের শিশির ভেজা পা,
মিষ্টি রোদের ধূলো হাওয়ায়
আমার সোনার গাঁ।


বিলে ঝিলে শাপলা ফোঁটে
রঙ-বেরঙের ফুল,
আঙিনাতে পৌষ  মাসেতে
হরেক রকম কুল।


বর্ষাকালে বৃষ্টির  পানিতে
রঙ-বেরঙের খেলা,
রাখাল ছেলের বাঁশির সুরে
খালে ভাসায় ভেলা।


বিলের ডোবায় টাকি শোল
জলে লুকোচুরি খেলে,
দামাল ছেলে নামে সেথায়
জাল খুচৌইনে জেলে।


গায়ের কৃষক আপন হাতে
পরশ বুলায় মাঠে,
সোনার ফসল ফলায় সেথায়
কৃষক, জেলে, মুঠে।


কুমোর ছেলের সুন্দর হাতে
মাটি হয়গো হাড়ি,
পিঠের হাজ,কলসি কড়ই
বানায় কাড়িকাড়ি।


আঙিনাতে গড়াগড়ি খায়
খড়-কুটো আর পাতা,
কাগজি লেবু আম, জাম
গাভীর দুধের মাঠা।


সেথায় কষ্ট শ্রম আছে তবু
তারা খায় পান্তা ভাত,
অভাব তাদের মনের ভিতর
বাধে না যে সাধ।


ভুলা যায় না গাঁয়ের বধূর
মুচকি মধুর হাসি,
মনে হয় তাই বাড়ে বাড়ে
গাঁয়ে ফিরে আসি।