আমার সংসার
এম,এ,সালাম
০৬-০৯-২১
================
আমার মনের ব্যাথা আমি বুঝি
দুঃখ আমারই সব,
আমার জ্ঞানে না বুঝিলেই ধরায়
বুঝে অন্তর্যামী রব।


স্বামী পেলাম সন্তানের মা হলাম
হলাম পরের সংসারি,
হাসি খুশী থেকে কাজ করে যাই
হলাম আয় রোজগারি।


দিন রাত শুধু ঘর কন্নার কাজ
গভীর রাতে অবসর,
স্বামী সন্তানের কথা রাখিয়া ই
চালাতে হয় সংসার।


মনের ভিতর দিনের কষ্টগুলি
উঁকি মারে বারে বারে,
আগামী দিনের কর্ম তৎপরতা
চাপে আমার ঘাড়ে।


রোদে-পুড়ে কাজে ঘুরিফিরি
বৃষ্টিতে ভিজে আসি,
আমার কষ্ট রাশি লুকিয়ে রাখি
দেখে ওদের মুখের হাসি।


সবার বায়না আমার কাছেই
আমি পূরণ করাই চাই,
আমার আবদার শুনার কে গো
আল্লাহ ছাড়া কেউ নাই।