আমি বাংলাকে ভালোবাসি (১৯৬০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-১১-২০২২
========================
সবুজ শ্যামলে ভরা লাগে মনকাড়া
মনোহরা রুপের দেশ,
গাছে হরেক রকম ফল নদী ভরা জল
অপরূপের নেই শেষ।


কাননে ফুটে কলি তাতে উড়ে কত অলি?
প্রজাপতি তুলে সুর,
বট বৃক্ষের শাখে বিরহে বিহঙ্গেরা ডাকে
কর্ণে আসে ওই সুদূর।


সকালে উঠে সোনার রবি ভাসে কত ছবি?
নানান  পাখির কন্ঠে গান,
মাঝির ভাটিয়ালি গান, মন করে আনচান
পাগল করে যে কত প্রাণ।


আঁকাবাঁকা জালের মত নদী,বহে নিরবধি
পাল তুলে যায় কত তরী?
পদ্মা যমুনার পাড়ে অপরূপ দৃশ্য মন কাড়ে
আমি দর্শনে আহা মরি মরি।


কত নদ-নদী,সাগর পাহাড় পর্বতের শোভায়
মন আমার মুগ্ধ করে রাখে,
বাঁকা পথে ঘাটে,হাট বাজার ফসলের মাঠে
আমায় হেলিয়া ধুলিয়া ডাকে।


কত হাওড় বাওরের ধারা প্রাণে জাগে সারা?
দেশকে মুখরিত করে বেশ,
বাংলার অপরূপ ধারা বিধাতার রঙে গড়া
আমার সোনার বাংলাদেশ।