জান্নাত, আমার বলছে সখা-
        আমি বড় একা,
দু'সময়ে মনের  সাঙাত কষ্টে
      কে দিবে গো দেখা।


তোমায় দর্শিলে আনন্দ পাই-
     জুড়ায় এ মনের জ্বালা,
সোল্লায় ছোঁয়া পাইবার লাগি
     তুমি  কাছে থাকাই ভালা।


স্বজন  আমি বড় একা হলাম-
    নাকি বোকা হয়ে গেলাম,
মনের কষ্ট ক্ষোভ তুমি বিহনে
   মনের আয়নায়ই বলে গেলাম।


তোমার স্বচ্ছ ছবি মোবাইলে দেখে-
      হায়! মনের আশা মিটে না,
মনের মাঝে শূন্যার বেদনা
      বন্ধু একটু মিটিয়ে দেও না।


ক,দিন পড়েই আসবে আলয়-
      একটি রাজহংস নিয়ে,
রুটি পিঠে খাওয়াব সুহৃত
   নিজের হাতে বানিয়ে বানিয়ে।