হেরে গেলাম (১৭৭৮)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৫-০৫-২২
------------------------------------
অজগাঁয়ের সেই ছোঁড়াটি
নাচনা পাড়ার হবু,
পাঁচ বারের ফেল করাতে
ডাকতো লোকে গবু।


রাজনীতিতে সম্মান বৃদ্ধি
হবু এখন নেতা,
আচরণটা পালটে দিয়েছে
হাতেই কাটে মাথা।


সেই হবু এখন হইছে বাবু
বুঝে সুজে কথা বলে,
সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়ে
হিসেব মতন চলে।


ছোট খাটো যত বেয়াদপ
সবাই কাঁপে ডরে,
ওকে নিয়েই লিখেছিলাম
আমি সাহস করে।


দুদিন পরে পাড়ার মোড়ে
দুষ্ট ছেলেদের ধরে,
লাঠি হাতে ডাকলো কাকু
বললো নরম স্বরে।


বড় সখ জেগেছে কবি হবে
লেখবে দু চার পাতা,
নারী পুরুষের ঘ্যানঘ্যানানি
প্রেম বিরহের গাঁথা।


ফুলেল শুভেচ্ছা দিবো যে
বড় সম্বর্ধনা দিয়ে,
তখন কবি বলে চিনবে সবাই
বিশাল গেট সাজিয়ে।


ঘরে তোমার সাবালিকা মেয়ে
যাচ্ছো কেন ভুলে?
বিয়ে দেবার নাই ঝামেলা
নিয়ে যাবো তুলে।


হেরে গেলাম বিবেকের কাছে
করো আমায় ক্ষমা,
ভাসছে চোখে হারানো ব্যাথা
মনের কোণে জমা।