আমি সত্যের পুঁজারী (১৯৬৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-১১-২০২২
==========================
তোমার সত্যতা,তোমার চিরন্তনতা,সুন্দর হে সতত বানী
তোমার চরণে বিলিয়ে দিয়েছি পরিস্ফুটিত মোর ফুলদানী।
তুমি নও তো কভু মিথ্যা ছলনার নিছক অ-মূল্যহীন  দ্রব্য
তুমি অনন্ত অসীম গ্রন্থাবলীর সৃজন  বিধাতার মহাকাব্য।
তুমি কালো দ্বিগজয়ী অনাদি অনন্ত স্বস্তির সুখ কল্লোল
তুমি সব্ প্রস্ফুটিত সুগন্ধি ফুলের পাঁপড়ির মত হিল্লোল।
তোমার ক্ষমতা  অনেকেই জানে কিংম্ভা না জানার ভানে
তোমাকে অবহেলার পাত্র ভেবে একান্তে কাছে না টানে।
তোমার শক্তির বল বজ্রহীন সভ্য আস্ফালন মহাশক্তিধর
ধরণীর কৌশল,চৌকস চমকিত ধ্বংস মোহের মুক্তিকর।
তুমি মনন মৌনতায় চিরো সুখ-শান্তির ধারক ও বাহন
তুমি সকল পাপ-পঙ্কিল দূরীকরণ কলুষিত মুক্তির দাহন।
তুমি চরম -পরম সত্যলীলা মুখ কর্ণ নাসিকা দেহবিহীন
হায়!কিসের মায়ায় ভ্রান্তে এত ব্যস্ততা স্বপ্নমন সুপ্ত গহীন।
নিত্য দিনের শয়ন-স্বপন অস্থি মজ্জায় কেন কর যে শঙ্কা
কর্মেই ইহকাল পরকাল উভয়ই দীপ্ত আলিঙ্গনে মহা ডঙ্কা।
তোমাকে সবাই জানে,জানে সকল জাতি সব ধর্ম পরায়ন
আল্লাহু আকবর নারায়ে তাকবির তাহেরিমে জাগারণ।
তুমি পবিত্র ধর্মের বানী মহান প্রভুর গ্রন্থআল কোরআন
তুমি সুবাসিত কর সুন্দর ধরণী হরেক রকম পুষ্পের ঘ্রাণ।
তুমি সকল সুন্দরের দৃষ্টান্ত , সকল পারফিউমের  মহাদান
তোমাকে যে করেছে গ্রহন সে পাবে দোজাহানে পরিত্রান।