আমি যখন থাকব না-
    এই ভব মাঝে,
পৃথিবীটা থাকবে আগের মত
    রঙিন স্বপ্ন হয়ে।


আমি যখন থাকব না-
   এই নীল আকাশের নীচে,
তখন হয়তো অনুধাবন করবে
   আমার শূন্যেতা নিয়ে।


আমি যখন থাকব না-
   এই ধরারই মাঝে,
আমার কর্মগুলো স্মৃতি হয়ে
  ইতিহাস হয়ে রবে।


আমি যখন থাকব না-
  এই অখিলের নীচে,
আমার বিষয় সম্পত্তি,বাড়ী, গাড়ী
  সবই পড়ে রবে।


আমি যখন থাকব না-
    থাকবেনা আমার কালাম,
দিবেনা কেহ সালাম
    ডাকবেনা ওরে আব্দুস সালাম।


আমি যখন থাকব না দুনিয়ার বুকে-
    স্ত্রী-পুত্র কাঁদবে ধুকে ধুকে,
স্মরিবে আমার কাজ,আমার কথা
    ভাল কাজের মাঝে হতে পাড়ে দেখা।