আমরা যদি মানুষ হতাম-
       কাঁদিতাম মানুষের জন্য,
  দুঃখের দিনে বিলিয়ে দিতাম
      সমার্থটুকু অনাহারির জন্য।


আমরা যদি মানুষ হতাম-
      মানুষকে ভালবাসিতাম,
বুকের মাঝে জড়িয়ে ধরে
     উজাড় করে ভালবাসিতাম।


আমরা যদি মানুষ হতাম-
       থাকিতনা লালসার কাড়াকাড়ি,
  গোপন কথা মানুষের মাঝে
      কোনদিন করিতমনা বাড়াবাড়ি।


আমরা যদি মানুষ হতাম-
    স্বর্গ রচিতাম এই ধরায়,
ভাতের অভাব থাকিত না কাহার
    থাকিতামুক  না কেহ উপবাসি।


আমরা যদি মানুষ হতাম-
  করিতাম না ভাই ভাই মারামারি,
সামান্যতম সম্পাদ নিয়া
      করিতাম না কাড়াকাড়ি।


আমরা যদি মানুষ হতাম-
      রূপ নিয়ে করিতাম না বাহাদুরী,
ধর্ম বর্নের বড়াই করিতাম না
      করিতাম না রক্তের ভাগাভাগী।