আমরাও রঙিন হবো(১৮৪৮) আবৃত্তি
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৭-২০২২    
_____________________
একদিন অপরাহ্নে কোনো এক পার্কে
তুমি আমি পাশাপাশি হেঁটে যাব,
যে পথে বিছানো থাকবে অগনিত
লাল, হলুদ, নীল,গোলাপি ফুলের পাপড়ি।
ফুলের গাছগুলো মাঝে মাঝে হাওয়ায়
দুলে আমাদের স্বাগত জানাবে,
শুভেচ্ছা জানাবে তোমার আমার মাথায়
নানা রঙের সুগন্ধি  ফুল দিয়ে।
মাথা থেকে সমস্ত শরীরে
ছুঁইয়ে যাবে সে তাজা ফুলের পাপড়ি গুলো।
দুজন দুজনার হাত ধরে ভালোবাসার গল্প বলে
হেঁটে যাব অনেকটা বন্ধুর মসৃণ পথ।
হঠাৎ হঠাৎ বন বাঁদরের পাখিরা আমাদেরকে
হয়তো প্রশ্ন করবে ভালোবাসায় আগলে রেখে
তোমরা কেমন আছো? ভুলে গেলে চলবে
একটু কাছে বসো,আমাদের গলে তোমাদের ভালোবাসার  গান শুনে যাও।
কত রঙ বেরঙের প্রজাপতি
হয়তো দূর থেকে দলে দলে উড়ে এসে
তাদের সৌন্দর্য দেখিয়ে বলবে,
আমাদের মতো আনন্দে নেচে বেড়াও।
ফুলের সুগন্ধি মাখানো দখিনের সমীরণে
আমাদের দুজনের শরীর ও মন জুড়িয়ে দেবে।
বিকেলের রক্তিম রামধনুর আভায়
আমরাও আনন্দে রঙিন হবো।