আমায় সাজা দিলে!
         এম,এ,সালাম


জানিনা নিহার তুমি সাজা দিবে কেন?
তোমার নিজস্ব মনেরই কারাগারে,
তোমার সাজায় আমার এ দেহখানি
কষ্টের আগুনে জ্বলে পুড়ে যেতে পাড়ে।
তোমার কল্পনার ব্যোমে মেঘ জমেছে-
আমায় না দেখিয়া ভাবিলে কেন তুমি?
তুমি কারনে অকারণে সামান্য ভুলে,
কেনইবা এত্ত বড় সাজা  দিয়ে দিলে।


শুনো তবে তুমি দিবে ভুলের মাশুল
সাজা ছাড়া মন দিয়েই করি উশুল,
যদি পাড় সেদিকে একটু আগাও না
আমি হারাতে চাই না একুল ওকুল।
ওগো মাথা পেতে নিব তোমারই কথা-
পাহারসম সাজা দিয়ে দিওনা ব্যাথা।