আমাদের সমাজ
  এম,এ,সালাম
  ১২/০২/২০২১
-------------------
সমাজ গেছে রসাতলে
  ভালোর লক্ষন নাই,
বিচার ব্যবস্তার ভালাই নেই
সবে ভেবে দেখো তাই।


সম্মানবোধ সমাজ গড়ার
সর্ব প্রথম প্রয়োজন,
সন্তানকে ভালো কিছু শেখার
নেই তো কারো মন।


বড় যারা তাদেরকে দেখলে
অতীতে সম্মান ছিল তার,
ছেলে মেয়েরা থাকতো ভীতু
আজ নেই তো সেটা  আর।


সমাজে আজ  নম্র ভদ্রের
নেই তো কোন বালাই,
যা আছে তা বিপদজনক
কোন রকমে চালাই।


অবুঝ শিশুর আচরণ এমন
দেখলে বকার উপয় নাই,
রেগে আসবে পিতামাতা
তখন ভয়টা সবাই পাই।