অনটন (২১৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৫-২০২৩
=========================
শুধু অনটনে চিন্তার রাশি বেড়েই চলছে
মনে কোণে কত কষ্ট কি জানি কি বলছে।
কারো কাছে বলতে পারে না অনটনের কথা
ঘুম নেই খাওয়া নেই বেড়েই চলছে ব্যথা।
ওই পরিবার মনের ব্যথা কাহার কাছে বলবে
ভরনপোষণ করে সংসার কি ভাবে যে চলবে?
মাঝে মাঝে বিড়াল ঘুমায় উনুনে আরাম করে
চাল ডাল আলু তরকারি যখন না থাকে ঘরে।
হাত পাততে পারে না ওরা ইজ্জতের হানি হয়
এই কষ্টের মনের ব্যথা কার কাছে গিয়ে কয়।
আশে পাশের পরিবার গুলো হাত বাড়ায় না
কিছু একটা ধার চাহিলে মুখটা যে এড়ায় না।
কোথায় যাবে কার কাছে যাবে এই কথা বলতে?
মুখে যে লজ্জা লাগে এই অভাব অনটন বলতে।
জনপ্রতিনিধিরাও দেয় না কিছু লজ্জা পাবে বলে
তালিকায় নাম লেখাইয়া লাইনে দাড়াতে হবে বলে।
ওমরের মত শাসক যদি সব  ইউনিয়নে থাকতো
রাতে রাতে ঘুরে ঘুরে জনগনের দুঃখ কষ্ট দেখতো।