আশ্চায্য এক বিয়ের বাজার
    এম এ সালাম
     ১২-০৬-১৯


বিয়ে হয় নাই বিয়ের বাজার-
    করে, বর কনে মিলে,
বর-কনের বাবা বুদ্ধি খাঁটিয়ে
    পাখী মারে এক ঢিলে।


বিয়ের পন্যে দরকষাকষি করে-
    বর-কনে স্বামী স্ত্রী রুপে,
উভয়ের পিতা দাঁড়িয়ে থাকে
     মার্কেটের এক গুফে।


বর-কনের সাথে মিলবন্ধনে-
   মনে হয় হাজার সনের পরিচয়,
কেনাকাটার ধরণটি ছিল এমনই
    কেহ বুঝিবার নাহি পায়।


কনের পছন্দ মিটিয়ে দেয়-
     বরেরটা তেমন নয়,
বুঝে আসে না এমন আচরণ
     বর সহ বন্ধুরা মেনে নেয়।


মেধা যাচাইয়ে নজরদারি ছিল-
    বর-কনে উভয়ের প্রতি,
সুধিজন,ইহা ছাড়া ওই মুহুর্তে
   অভিবাবকের নেইর কোন গতি।


কনে কেমন করে মার্কেটেতে-
     আসলো নিজেই বাজারে,
এমন কনে দেখিনি জীবনে বন্ধু
      মধ্য, একজন হাজারে।


ধুমদামের সহিত মার্কেট করে-
     উভয়ের পছন্দ নিয়ে,
শুনতে পেলাম আগামী পরশু
    এই বর-কনের নাকি বিয়ে।