আষাঢ়ের মাসের বৃষ্টি
    এম,এ,সালাম
      ২৯-০৬-২১
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
টিনের চালে বৃষ্টি পরলে
মনটা নেচে উঠে,
বর্ষা কালে বন বাদরে
কেয়া কদম ফোটে।


টিপ টিপাটিপ বৃষ্টি পরে
কখনো ভারী বৃষ্টি,
ডোবার জলে কোলা ব্যাঙ
করে প্রেমের সৃষ্টি।


মরা খাল  জলে ভরে
আনন্দে মাছ ভাসে,
মনের আনন্দে ময়ুর গুলো
পেখম খুলে নাচে।


সারা মাঠে সবুজ ধানগাছ
বাতাস নেচে  উঠে,
জামাই বাবু ছত্র মাথায়
শ্বশুর বাড়ি ছুটে।


চারা ধানের ফলন দেখে
পড়ে গেছে ধূম,
রাতের বেলা বৃষ্টি হলে
হয় যে ভালো ঘুম।