আশার বুক তীর (১৯০৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৯-২০২২
================
কৃষক হাসে কৃষাণী হাসে
হাসে গাঁয়ের চাষী,
নব ধানের মৌ মৌ গন্ধে
মলিন  মুখে হাসি।


কয়দিন পরে সোনালীধানে
চাষির উল্লাসিত মন,
বহুব্রীহিতে ভরবে আঙিনা
কন্ঠে ভাটিয়ালি গান।


স্বপ্ন এবার ভেঙ্গে চুরমার
প্রাকৃতিক দুর্যোগে,
ধানের গাছ মরছে কিছু
খরো রৌদ্র তাপে।


পোকায় ধরছে ধান গাছ
চাষির মাথায় হাত,
বিষ প্রয়োগ করছে ধানে
স্বপ্নেরা বেঁচে থাক।


হঠাৎ মুষলধারে বৃষ্টি হলো
ডুবছে ধানের শীষ,
আশার বুকে মারল কে যে
ওই যে দারুন বিষ।


তবু আশায় বুক বেঁধে চাষি
চোখের জল ফেলে,
নতুন করে চাষ করিবে
এমন  ভাবনা দিলে।