বোগদা মানে ভুলের মাশুল-
      উশুল দিয়েই সুখ,
একটু ভুলের জন্য রে ভাই
      পেয়েছি বোগদার সুখ।


যে ভুল হওয়ার কথা ছিল না-
    সেই ভুল যদি অজান্তে হয়ে যায়,
তবে কি সে বোগদা হবে না
    থাকবে কি আসল পরিচয়।


ভাবিয়া করি নি যে কাজ-
     হায় রে করিয়া ভেবেছি,
তাই তো ভাই নকল বোগদার
     স্বাদ, রুপ নিয়েছি।


ভুল বুঝা বুঝিতে হতে পারে-
     হিতে হয় বিপরীত,
উপধি পেতে সময় লাগে না
     কাজে পেয়ে যায় ত্বরিৎ।


ঝিকে মেরে বউকে শেখানো-
     বউয়ের বোগদামি টা,
আমাকেও শিখিয়েছে বন্ধু মহল
    নকল বউয়ের নেকামিটা।


আসল বোগদা,নকল বোগদা-
    কাজেই প্রকাশ পায়,
বুঝতে হবে আসল বোগদা
     কথায় কাজেই হয়।