আত্ম সম্মানের লড়াই
      এম,এ,সালাম


আত্ম সম্মানের লড়াই করিয়া
      চলছি দিবানিশি,
বৃদ্ধ চাচা দাওয়ায় বসিয়া
      দিচ্ছে শুধু কাশি।


নিজ অস্তিত্ব টিকিয়ে রাখিবারে-
     লড়াই সংগ্রাম করে,
না বুঝিয়া অনেক সময় আবার
     নিজের বিরুদ্ধে লড়ে।


সন্মানের পেশায় চাকুরি করি-
    মর্যাদা নিয়ে বাঁচিতে চাই,
কাহার মাথে লাঠি মারিব
      সবাই যে আমার ভাই।


শিক্ষক পেশায় চাকুরি করে যে-
    স্যার বলে সম্মোধন করে,
এমন কাজ করি না বন্ধুবর
     যেন সবাই অসম্মান করে।


কাজের দ্বারা যার যার সম্মান-
     রক্ষা করিতে হবে,
অসামাজিক কাজ করিলে
     সমাজে লজ্জিত হবে।