খেলেছো কত জীবন নিয়ে -
     মহাযজ্ঞের খেলা,
ভাবছো বুঝি আধার কেটে,
    আসবে আলোর মেলা।


খেলতে পারতে গুটি নিয়ে-
     মানুষ নিয়ে নয়,
মানুষ নিয়ে রক্তের খেলা,
   হলি খেলা কি নয়?


বঙ্গবন্ধুর সাথে শত্রুতা কিশের-
    করলি জীবন নিয়ে খেলা,
যার কারনে বাংলার স্বাধীনতা,
   তার জন্য হল না একটু মায়া।


রাসেল সুকান্তও কি শত্রু ছিল-
    ওদের করিলি শেষ,
বুঝছো নাকি বঙ্গবন্ধুর ঔরস,
    সব সমুলে বিনাশ।


এত খেলা খেলেছিলে তোমরা-
   বিশ্বাসের গুটি নিয়ে,
বুঝেছে বন্ধু তোরা যে ছিলি,
    বিশ্বাস ঘাতকের অভিনয়ে।


ওরে নরপশু তোরা শেষ হয়েছো-
     শেষ হয়নি বন্ধুর দল,
খল নায়ক সেজে বিদেশের পথে,
    তোরা সব করিলি গমন।


বিচার হয়েছে বাংলার মাটিতে-
    পেয়েছে আগস্টেরই সাজা,
তোদের ওরসজাত বেঁচে আছে,
    তারা বাংলার কাছে বোঝা।


যারা বিদেশের মাটিতে পালিয়েছো-
   তাদের আনবে বাংলার মানুষ,
কি কারনে তোরা আগস্ট ঘটাইলি,
    দেখে নিবে সাধারন মানুষ।


বাংলার মানুষ আগস্টের ইতিহাস-
    কখনো কি ভুলে যাবে,
প্রজন্মেরা বেঁচে থাকিলেই,
    বাংলায় তোদের বিচার হবে।


তোদের বিচারে শান্তি পেয়েছে-
  যারা হারিয়েছে মা-বাবা ভাইবোন,
তার চেয়েও বেশী শান্তি পেয়েছে,
   বাংলার আপামার জনগন।


আকাশ বাতাসে ধ্বনিত হইতেছে-
    আগস্টের হলিখেলার কাহিনী,
দোকান পাঠে,চায়ের আড্ডায়,
   খল নায়কের জীবনি।


বিচার হয়েছে যখন তোদের-
    এনে বাংলার মাটিতে,
আত্মার শান্তি পেয়েছে সেদিন,
   বঙ্গবন্ধুর বিদেহী কবরে।