সমাজে কিছু লোক আছে-
    নিজেকে নিজে জ্ঞানী ভাবে,
পিছনে পিছে বুদ্ধি দিয়ে,
   সমাজের মহাক্রিমিনাল সাজে।
আয়নার ছবি ধরা যায়না-
    যতই চেষ্টা তদবীর করি,
  ক্রিমিনাল হয়ে কাজ করে,
    স্বচ্ছ আয়নায় ধরি।
  পিছনে পিছে বুদ্ধি দিয়ে-
    মামলা মোক্রর্দ্দমা করায়,
  লোক সমাজে বলে বেড়ায়,
    কই,কে কাহারে লড়ায়।
সামসু ভাই নাম দিয়েছেন-
   উত্তর-দক্ষিনের ওভা কোবা,
যাহার দিকে নজর দেয়,
   সে হয়ে যায় সাপের মত সোজা।
আয়নার যত ভাল ছবি ভাইরে-
    যতই ধরার চেষ্টা করি,
অত সহজে ধরা যায়না,
   যতই বুদ্ধি বিক্রি করি।
সমাজে নানা বিষ ডুকেছে-
   এই সব লোকের বুদ্ধির দ্বারা,
যতক্ষনে এই কীট গুলি,
    সহজে যাবে না মারা,
ততক্ষনে আয়নার ছবি,
  সহজে যাবেনা ধরা।।