বাবা আমার ইচ্ছে করে-
      ঘোড়ায় চরে ঘুড়ি,
কোথায় পাব মনের ঘোড়া,
    কে দিবে আমায় চড়ি।
বাবার কাছে আবদার ছিল-
     ঘোড়া কিনে দিবে,
বাড়ী-বাড়ী ঘুরে বেড়াব,
    ঘোড়ার পিঠে চড়ে।
বাবু তোমার জন্য ঘুড়ী কিনেছি-
    বছর দশেক আগে,
অনেক টাকা খরচ করেছি,
    মনের মত করে।
সেই ঘুড়ীতে চড়ে তুমি-
     ঘুরবে বাড়ী বাড়ী,
মাঝে মাঝে ঘরের মাঝে,
    ঘুরতে পারবে তুমি।
ওই ঘুড়ীটার ল্যাগাম লাগে না-
    তোমার কথা শুনবে,
যখন ইচ্ছে ঘুরতে পারবে,
    মনের মত করে।
ঘুড়ীকে তুমি মা ডাকিও-
     ভালবাসিও তুমি,
তোমাকেও আদর করবে,
      শর্ত দিয়েছে জানি।
ওই ঘুড়ীকে চাবুক মারিলে-
   লাফ ফাল মারে না,
তোমাকে ছাড়া ওই ঘুড়ীটা,
   কোথাও যাবে না।
সময় মত ভাত খাওয়াইবে-
   তোমার আদরের ঘুড়ী,
মাঝে মাঝে মিঠাই দিয়ে,
    খাওয়াবে তোমায় মুরি।
ঘুড়ীকে তুমি আদর করিও-
    মায়ের মত করে,
ঘুড়ীটা তোমায় ভালবাসিবে,
     ছেলের মত করে।