বাবার হোটেলে টিকটক
     এম,এ,সালাম
      ১৪-০৭-২১
===============
আঠের বছর বাবার হোটেলে
ইচ্ছায় করছো কাজ,
শ্বশুরালয়ে ঘর কন্যার কাজে
করে তোমার লাজ।


মায়ের আদরে বাবার বাড়ি
যত আরাম আয়েশ,
শ্বশুর বাড়ি হুকুমের গোলাম
কাজের নেইরে শেষ।


ঘরঝাড়ু থেকে বাসন মাজন
আরো কত সব কাজ,
কোন কাজ করতে না পারলে
ননদ শ্বাশুড়ি রাগে ভাজ।


শুনে,আক্ষেপ করে মায় বলছে
যদি লেখাপড়া করতে,
বিয়ে হলেও যোগ্যতার আদলে
এখন চাকরি  করতে।


তুমি সতত পড়াশোনার নামে
থাকতে টিকটকে ব্যস্ত,
এখন শ্বশুরালয়ে বুয়ার কাজ
তোমার উপর ন্যস্ত ।


ভেবে দেখো ঘর কন্যার কাজে
এখন ব্যস্ত সময় পার,
চলে গেছে মাথা থেকে সেদিনের
টিকটক, ম্যসেঞ্জার।


তুমি পড়ার টেবিলে বলেছিলে
কত স্বপ্ন দেখাবো আমি?
স্বশুর বাড়ির  দায়িত্ব নেবে
মন জয় করবো স্বামীর।


সব স্বপ্ন তোমার হারিয়ে গেছে
রান্না ঘরের হারিতে,
মনোযোগী হয়ে পাঠ করিলে
বসতে অফিসের পিঁড়িতে।