বাবার একটি রেডিও ছিল-
    ফিলিপ্স তার নাম,
সারা গাঁ জুরে ছিল যে তার
   গান শুনারই দাম।


বাক্সে রাখিত তালা দিয়ে-
   চাবি সংগে রাখিত,
চাঁদের রাত্রে সন্ধার পড়ে
   গান শুনিতে আসিত।


ওই রেডিওটি ধরিতে মানা-
    গাঁয়ের সকল লোকে জানে,
আমার মায়ে ওই বিধিটি
     কোন মতে নাহি মানে।


বৃহষ্পতিবারের পল্লীগীতি-
    আব্বাস,আলিমের,
রাত্র দশটার যাত্রা নাটক
     কুমার ডালিমের।


এই সব কিছু শুনিত সবাই-
     রোজ রুটিন মোতাবেক,
এ ছাড়া অন্য সব সময়
    সবকিছু ছিল বিধি নিষেধ।


এত্ত কদর ছিল রেডিওর-
    সেকেলের সময়,
এ যুগের প্রজন্মকে রেডিও কথা
    কাব্যে লিখে জানাই।